পৃথিবীর শুরু থেকে আজ অবধি বহু মানুষ নিজের জীবনকে অকাতরে বিলিয়েছে আর্তমানবতার সেবায়। বহু সংগঠন দেখিয়েছে তাদের উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমান সমাজেও এমন বহু মানুষ আছে যারা নিজের স্বার্থকে কুরবান
করে মাটি, মানুষ ও মানবতার হিতার্থে। এমন কিছু মানুষকে একত্রিত করার প্রয়াস চালিয়েছে অনেকেই। আমরাও তারই ধারাবাহিকতায় গড়ে তুলতে চেষ্টা করেছি অগ্রগামী যুবকদের এক সুন্দর সমাজ।
মানুষের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। শিশু থেকে কিশোর, তারপর যৌবন থেকে বার্ধক্য। এভাবেই কিছু চোখের পলকের সমষ্টি ছাড়া জীবন আর কিছু নয়। তবে মানুষ চাইলে এই স্বল্প সময়ের মাঝেও গড়ে তুলতে পারে এক সোনালী জীবন।
২০১৯ সালে একাদশ শ্রেণিতে পড়ুয়া একদল মেধাবী ছাত্র মিলেই প্রথম স্বপ্ন বুনে এক সামাজিক বিপ্লবের। যাদের মাঝে ছিল ফজলে রাব্বি, মিরুল, ইমন, মিরাজ, ফারদিন, নাজমুল, তনয়, সজিব, শান্ত, পলাশ সহ আরও বেশকিছু বন্ধুরা।
তারা অনেক চিন্তা করে সংগঠন এর নাম ঠিক করতে পারে। অযুস (অগ্রগামী যুব সমাজ)।
২০১৯ সালের ৪ঠা নভেম্বর প্রথম অধিবেশন হয়েছিল জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। ফজলে রাব্বি, ফারদিন, নাজমুল, শিহাব, সাকিব প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন।
জানুয়ারী থেকেই আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু হতে পারতো। কিন্তু কিছুদিন পরেই সারা বিশ্বব্যাপী হানা দেয় করোনা মহামারী। ফলে ছত্রভঙ্গ হয়ে পড়ে অযুস সদস্যরা।
এর মাঝে কেটে যায় অনেকটা সময়। ২০২১ সালের ২৯শে আগস্ট এক ট্যুরের মাধ্যমে আবার শুরু হয় এক নতুন যাত্রা। নতুন উদ্দ্যমে কাজ শুরু করে অযুস। ০২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার দুপুর ১২টায়, সাভারের ডেন্ডাবর বাজার ক্যান্টিনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়(ফজলে রাব্বি, ইমন, নাজমুল, ফারদিন, আরাফাত, তৌফিক, মাহফুজ এবং রাসেল উপস্থিত ছিলেন) । এবং এখান থেকেই নির্ধারিত হয় অযুস কমিটি।
হুসাইন মুহাম্মাদ ফজলে রাব্বি কে সভাপতি এবং সৈয়দ ইমন ইসলাম কে সাধারণ সম্পাদক করে গঠিত হয় কমিটি। কমিটির আরও দায়িত্ব প্রাপ্ত হন নাজমুল (সহ সভাপতি), মিরুল (সহ সভাপতি), ফারদিন আহমেদ শাওন (সাংগঠনিক সম্পাদক), তৌফিক আহমেদ (অর্থ সম্পাদক), মাহফুজুল হক(প্রচার সম্পাদক), রাজিউল ইসলাম শান্ত( শিক্ষা ও সংস্কৃতি এবং সম্পাদক), রবিন আহসান (ক্রীড়া বিষয়ক সম্পাদক), আরাফাত সরকার (ধর্ম বিষয়ক সম্পাদক), রাসেল আহমেদ (প্রযুক্তি বিষয়ক সম্পাদক) প্রমুখ।
অযুস এর পথচলা যেন হয় আরো সুন্দর, সুদীর্ঘ। এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ
ধন্যবাদান্তে-
হুসাইন মুহাম্মাদ ফজলে রাব্বি
সভাপতি
অযুস।
❤️❤️
ReplyDelete